দেশে চলমান করােনা ভাইরাস সংকট মােকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর ) কার্যক্রমের আওতায় দেশব্যাপী সােনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ ( CSR ) কার্যক্রমের অংশ হিসেবে নােয়াখালী জেলার দুস্থ অসহায় ও সুবিধাভােগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
রবিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
ইসরাত সাদমীন এর সভাপতিত্বে ৮৮ জন গরীব, দুস্থ অসহায়দের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খােরশেদ আলম খান , নােয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সােনালী ব্যাংক নোয়াখালী জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মােঃ মনিরুল ইসলাম।