নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও এডিপি এর আওতায় ৩৫টি নির্বাচিত জলাশয় ও পুকুরে ১কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৩ আগস্ট (সোমবার) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস এর সভাপতিত্বে পরিষদে লেকে মাছের পোনা অবমুক্তকরণ করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ও উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, এলজিডি কর্মকর্তা তন্ময় মজুমদার, উপজেলা ইউজিডিপি কর্মকর্তা মিঠু চাকমা, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র বিভাগের সহকারী রাংচাইপ্রু মার্মা, দীনেশ চাকমা, সিআইজি সমিতির সভাপতিবৃন্দ, সম্পাদকবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।