কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে ৫৮ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘সকালে গাছবাড়িয়া গ্রামের শাহজাহান মেম্বারের বাড়ির পাশের একটি মাঠে স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে’।