স্বাস্থ্য বিধি মেনে বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাস মহামারীর ছোবল অনেকটাই সামলে নিতে পারলেও যে কয়েকটি দেশ বেশি সময় ধরে ধুঁকছে তার একটি বাংলাদেশ; সংক্রমণের মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরা এখানকার লোকজনের একটি বড় অংশই বাইরে মাস্ক পরতেও চাচ্ছেন না।করোনা প্রতিরোধে “মাস্ক” যে খুব প্রয়োজনীয় একটি জিনিস তা বোধ হয় অনেকেই ভুলে গিয়েছে। আর তাই মাস্ক নিয়ে বাংলাদেশিদের বিরাট একটি অংশ এখনো উদাসীন। মাস্ক না পরে পরিচিত কারও কাছে কিংবা পুলিশ কিংবা সংবাদমাধ্যমের কাছে ধরা খেয়ে গেলে তারা কি বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। তাদের মধ্যে বেশীরভাগই মানুষ এগুলো বলতে দেখা যায়।১. মাস্ক পরলে দমবন্ধ লাগে২. আরে এই তো মাত্রই খুললাম৩. মাস্ক পরলে চশমা ঘোলা হয়ে যায়৪. আরে আমার কিছু হবে না, আমি করোনার চেয়েও শক্তিশালী৫. আমার মাস্কটা আরেকজন পরতে নিয়ে গেছে৬. এখানে তো তেমন ভিড় নেই৭. মাস্ক পরলে অনেক গরম লাগে ৮. বাসার কাছেই বের হয়েছি, এখানে আবার মাস্ক লাগে নাকি?৯. কই মাস্ক পরি নাই?এই যে দেখেন মাক্স পরি নাই?এভাবেই রয়েছে আরো অসংখ্য যুক্তি।