ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ রিপন হোসেন সরকার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পাড়ভেজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বর রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ রিপন হোসেন সরকার গত
২৩/০৮/২০১৭ নবীনগর উপজেলায় যোগদান করেছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল কর্মকর্তা।
বিগত এ কর্মজীবনে তিনি ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন।২০১৮-১৯ অর্থবছরে জাতীয় পর্যায়ে ৩য় অবস্থানে নির্বাচিত হয়েছেন।
ব্যক্তি হিসেবে তিনি একজন বিনয়ী ও সদালাপী মানুষ। জানা যায়, শীঘ্রই তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় একই পদে যোগদান করবেন।