গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হালিম সুপার মার্কেট এর সত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আলহাজ্ব এম,এ,হালিম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (২৭ আগস্ট) বাদ মাগরিব গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের চক্রবর্তীরটেক হালিম সুপার মার্কেটের ব্যাবসায়ীদের উদ্যোগে স্বীনক্বাপ পাবলিক স্কুল মাঠে (চক্রবর্তীরটেক) হালিম মার্কেট এর সকল ব্যাবসায়ীদের নিয়ে রোগমুক্তি কামনায় গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ মন্তাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এক দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীন সমাজসেবক,বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব আলহাজ্ব এম এ হালিমের শারিরীক অসুস্হতার জন্য রোগমুক্তি কামনায় এক দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এমদাদুল হক মিলনের সন্চালনায় উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব,রেজাউল করিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মোঃ শহিদুল্লা খান,সাংগঠনিক সম্পাদক ফরহাদ ফকির,গাজীপুর মহানগর ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুদ রানা। কাশিমপুর থানা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গনি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ,মহিলা লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ ব্যাবসায়ীরা। এমএহালিমের রোগমুক্তি কামনায় দোওয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর পরিবারের সকল সহিদদের জন্য দোওয়া ও মোনাজাতের মার্ধ্যমে শেষ হয়।