1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ফলজ বাগান কাঁটার অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে তৎপর বাগান মালিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে

রামগড়ে ফলজ বাগান কাঁটার অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে তৎপর বাগান মালিক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে রাতের আঁধারে বাগানের ফল সহ দেড় হাজার পেঁপে গাছ কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাগানের মালিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে ,পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগরে মো. রহিম কোম্পানির সুরক্ষিত বাগানের ফল সহ দেড় হাজারের মত পেঁপে গাছ গত ২৪ আগষ্ট রাতের আঁধারে দুর্বৃত্তরা কেঁটে ফেলে। এই ঘটনায় বাগান মালিক পূর্ব বিরোধের জেরে পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন ও তাঁর কলেজ পডূয়া ছেলে হাসান শান্ত ও তাঁদের পার্শ্ববর্তী মো. সুফিয়ানের নাম উল্লেখ করে মিডিয়ায় বক্তব্য দিয়ে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাগান মালিক রহিম তাদের বিরুদ্ধে থানায় গাছ কাঁটার মামলা দায়ের করবে বলে হুমকি দিচ্ছে।

প্রকৃত পক্ষে সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, মূলত ঐদিন রাতে রহিমের বাগানের পাশাপাশি একই সময়ে একই এলাকার সাবেক মেম্বার জামাল উদ্দিনের ফলজ বাগানটিও কেটে ফেলে দুর্বৃত্তরা। জামাল উদ্দিন এ ঘটনায় সরাসরি পাহাড়ের সন্ত্রাসীদল ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছে। তিনি জানান, তার কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় তারা গাছগুলি কেটে ফেলে। এ ধরনের ঘটনা পার্বত্য এলাকায় অহরহ ঘটছে।

স্থানীয় সমাজ কমিটির সভাপতি মো: ওসমান বলেন, গাছ কেটেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা আর ফাঁসানো হচ্ছে প্রতিপক্ষকে। আমরা এলাকাবাসীরা জানি মনির গংরা এ কাজ করে নাই। এদেরকে পূর্ব শক্রতাবশত ফাঁসানো হচ্ছে। নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

স্থানীয় বাসিন্দা মো: সুজন বলেন, বাগানটি সীমানা প্রাচীর দিয়ে নিরাপত্তায় ঘেরা, সেইসাথে বাগানে পাহারাদার ও প্রশিক্ষত ৭/৮টি কুকুরও রয়েছে এসব নিরাপত্তার মধ্যে মনির গংদের দ্বারা গাছ কাটা কোনভাবেই সম্ভব না। পুরনো বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে। আমরা শুনেছি একই দিন দুটি বাগান ইউপিডিএফের লোকেরাই কেটেছে।

এদিকে বাগানের কেয়ারটেকার মনি চাকমার একটি অডিও রেকর্ডে এর সত্যতা পাওয়া গেছে।
কেয়ারটেকার মনি চাকমা প্রথম দিন সাংবাদিকদের গাছ কাটছে মনির গংরা এ কথা বললেও এখন বলছে চাকরীর কারনে মালিক রহিমের শেখানো কথা বলেছে।

উল্লেখ্য, রহিম ও মনিরের মধ্যে জায়গাটি নিয়ে বিরোধ অনেক পুরোনো, কোর্টে একাধিক মামলাও চলমান রয়েছে। দুর্বৃত্তরা গাছে কাটার আগেও রহিম মনিরদের বিরুদ্ধে গাছ কাটার একটি গায়েবি মামলা করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net