মাগুরার আসাদুজ্জমান মিলনায়তনে গতকাল দুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী গৃহিত কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু,সহ-সভাপতি মুন্সি রেজাউল হক,এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রাব্বী ইসলাম,রিয়াদ মোল্যা,রাজিবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম, রাশেদ লস্করসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ১৫ ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা। অনুষ্ঠানে যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগসহ জেলার প্রায় সব ইউনিটের নেতাকমীরা উপস্থিত ছিলেন।