বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাছেদ ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবীর আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মৎস্য জীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভুঁইয়া, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান নাহিদ ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জনগণের ভোটাধিকার হরনের প্রতিবাদ জানিয়ে বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান