মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী-২১ অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বের বৃহস্পতিবার বিকালে দিনাজপুর আর্দশ কলেজ প্রাঙ্গনে মালিহা নোশিন খানের সৌজনে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী-২১ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বিশিষ্ট শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা: ইলিয়াস আলী খাঁন এডিন। সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান নভেলের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে ডা: ইলিয়াস আলী খাঁন এডিন বলেন, একটি বৃক্ষ কাটলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সেইখানে ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সকলের উচিত ১০টি করে বৃক্ষ লাগানো, কারণ পরিবেশ ও মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান আলোচক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল বলেন, বাড়ির আনাচে কানাচে পরিত্যক্ত জায়গায় ফলদ,ঔষুধি এবং কাঠ জাতীয় গাছ লাগিয়ে জীবন রক্ষা ও আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সারাদেশে সবখানে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে অর্থিৈনতকভাবে সকলকে লাভবান হওয়ার আহবান জানান।
এসময় অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু‘র (মৈত্রী হলে) এর সমাজসেবা সম্পাদক এবং ডাক্তার ইলিয়াস আলী খাঁন এডিনের সহধর্মিনী খুরশীদ জাহান খাঁন ও কন্যা মালিহা নোশিন খাঁন। প্রদীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা বেলাল হোসেন,আদর্শ কলেজের ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ফারজানা শারমীন রীনা,জয়ন্ত ঘোষ,কবি নীরঞ্জন হীরা ও ওবাইদুর রহমান বুল্লা।