করোনা সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তাছাড়া স্কুল কলেজের শিক্ষকদের দুই ডোজ কোভিড টিকাও দেওয়া হয়েছে। এমতাবস্থায় আমি তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনে এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন- আমি স্কুল কলেজের অন্যান্য কর্মচারী, পিওন, তাদের পরিবারের সদস্য, ড্রাইভারসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত টিকা দেওয়ার জন্য বলেছি। তবে স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমরা ফাইজারের টিকা আনাচ্ছি। তাছাড়া ৬ কোটি টিকা যাতে দ্রুত দেশে আসে সেজন্য টাকা পাঠিয়ে দিয়েছি। তবে দেখা যাচ্ছে সবাইকে টিকা দেবার পরে আবার করোনা হচ্ছে, তবে তা একটু কম।’
তিনি বলেন- ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে আমরা যেভাবে কোভিড নিয়ন্ত্রণ করেছি তা কিন্তু বিশ্বের ধনী দেশগুলো পারছে না। তবে আমাদের ডেঙ্গু থেকে সাবধান হতে হবে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।