গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে ১২ বছর ফেরারি আসামিকে আটক করেছেন কাশিমপুর থানা পুলিশ।
রবিবার (৫সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ী বাজার স্টান্ড হতে ১২ বছরের এক পলাতক আসামীকে ছদ্নবেশে আটক করেছেন কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহবুবে খোদা।
থানা সুত্রে জানা যায় ২০১১ সালে জয়দেবপুর থানায় একটি ছিনতাই মামলা হয় পটুয়াখালী জেলার বাসিন্দা সালাম শিকদারের ছেলে স্বপন সিকদারে’র (৪৪)’ নামে।
বিজ্ঞ আদালত থেকে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়, সেই থেকেই আসামী পলাতক ছিল।
এ বিষয়ে ওসি মাহবুবে খোদা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমি (ওসি)নিজেই ছদ্মবেশ ধারণ করে রবিবার সকাল ৮ঘটিকায় আটক করতে সক্ষম হই এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।