নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পরামর্শৃক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেনে এসোসিয়েশন (বিকেএ)।
আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ সংগঠনের অস্থায়ী কার্যালয় পল্লবীতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেনে এসোসিয়েশন(বিকেএ)।
সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পরামর্শৃক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এল এম কামরুজ্জামান।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের মহান এ সিদ্ধানে দীর্ঘৃশ্বাসের অবসান হবে হাজার হাজার শিক্ষকের।