বাগেরহাট জেলা ব্লাড ও অক্সিজেন নামক সংগঠনের অফিস উদ্বোধন
বাগেরহাট জেলা ব্লাড ও অক্সিজেন নামক ফেসবুক গ্রুপ থেকে পথ চলা এই সংগঠনের।বিগত কয়েকমাসে জেলা থেকে বাগেরহাটের প্রতিটি উপজেলার সেচ্ছাসেবী প্রতিনিধি তৈরী করেছে সংগঠনটি।সংগঠনটির অফিসের শুভ উদ্ভোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ।২জন অসহায় বোনকে সেলাইমেশিন উপহার এবং ২০০ জন বাচ্চার মাঝে খাবার বিতরণ করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম,প্রাণের বাগেরহাটের প্রতিষ্ঠাতা এডমিন শাওন পারভেজ বাগেরহাটের ১০০+ ব্যাগ রক্ত দাতা যাদু ভাই সহ গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসবী ভাই ও বোনেরা।উল্লেখ্য এই প্রতিষ্ঠানটি করোনা কালীন সহায়তা প্রদান,বন্যায় বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ,করোনা মহামারীতে বাড়ি গিয়ে অক্সিজেন সেবা প্রদান, গত ৭মাসে ৩হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করা সহ গরীব অসহায় মানুষকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করে।
বিপদগ্রস্ত মানুষের যে কোন সেবা প্রদানপ সংগঠনটি ভূমিকা পালন করে আসছে বিগত সময় ধরে।