1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পুলিশে মাত্র একশ ত্রিশ টাকায় নিয়োগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

কিশোরগঞ্জ পুলিশে মাত্র একশ ত্রিশ টাকায় নিয়োগ

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার

কোনো দালাল বা অসৎ কর্মকর্তা-কর্মচারীকে দিতে হবে না টাকা। চাকরির সুপারিশের জন্য দৌড়াতে হবে না এমপি-মন্ত্রীর কাছে। মাত্র সাতটি ধাপ পেরোলেই মিলবে কিশোরগঞ্জ পুলিশে কনস্টেবল পদে চাকুরি। এজন্য খরচ হবে মাত্র ১৩০ টাকা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এখন আর আগের মতো চাকরিপ্রার্থীদের সরাসরি আবেদন করতে হবে না। অনলাইনে নিবন্ধনের পর প্রার্থীদের একটি ইউজার আইডি দেওয়া হবে। প্রার্থীরা আইডিতে ঢুকে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করবেন।

গত ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সব শর্ত পূরণ করে আবেদনপত্র দাখিলের পর প্রার্থীরা অনলাইনে পুলিশের ওয়েবসাইট থেকে দুই কপি প্রবেশপত্র ডাইনলোড করবেন। এরপর আগামী ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা পুলিশ লাইনসে ধাপে ধাপে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ বাহিনীকে সুসংহত, আধুনিকায়ন ও চৌকসবাহিনী হিসেবে গড়ে তুলতে সাতটি ধাপে শারীরিক সক্ষমতা যাচাই করে ট্রেইনি কনস্টেবল নির্বাচন করা হবে।

একেকটি ধাপে নির্ধারিত সময়ে নিয়ম মেনে উত্তীর্ণরাই দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর সব ধাপ পেরোতে পারলেই সুযোগ পাওয়া যাবে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার।

পুরো নিয়োগ প্রক্রিয়াটি শেষ করা হবে সাতটি ধাপে। উচ্চতা, ওজন, বুকের মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক, মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, একটি স্বচ্ছ প্রক্রিয়ায় শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের ট্রেইনি কনস্টেবল পদে নির্বাচন করা হয়। কিশোরগঞ্জে ৬১টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও নয়জন নারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম