কিশোরগঞ্জের তাড়াইলে জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী সম্পন্ন হয়েছে। জানা গেছে, শুক্রবার(১৭সেপ্টম্বর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাঁটবাজারে হিন্দুধর্মালম্বীদের নিজ নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা অনুষ্টিত হয়েছে।দলে দলে নারীপুরুষের পূজামন্ডপে অংশগ্রহনে উৎসবমুখর হয়ে উঠে পূজাঙ্গন।বিভিন্ন প্রকার ফল,ফুল,বেলপাতাসহ আরোও আনুসাঙ্গিক উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে ঠাকুর বিশ্বকর্মার প্রতি মন্ত্রোউচ্চারণ করে নিবেদন করেন অঞ্জলী।আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্রসাদ বিতরণ। ধর্মীয় আচারে বারো মাসে তেরো পার্বণ থাকলেও ব্যাবসায়ীরা এই বিশ্বকর্মা পূজাকেই প্রাধান্য দিয়ে থাকেন।হিন্দুধর্মালম্বীদের বিশ্বাস দেবতা বিশ্বকর্মা তুষ্ট থাকলেই ব্যাবসার উন্নতি হয়। সরেজমিনে গতকাল উপজেলার সদর বাজারে ঘুরে দেখা যায়,তাড়াইল বাজার স্বর্ণ ব্যাবসায়ী সমিতির উদ্যোগে পোদ্দারপট্টিতে অত্যন্ত মনোরম পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্টিত হয়েছে।পোদ্দারপট্টিতে পূজা করা কমিটির স্বর্ণশিল্পী সঞ্জয় পোদ্দার জানান,আমাদের এই পূজা সংঘবদ্ধভাবে ৭ম বর্ষ চলছে।পূজা মুলত একদিন হলেও দুইদিনের এই মন্ডপে আমরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছি।এর আগে সবাই নিজ নিজ দোকানে পূজা করতেন।সংঘবদ্ধভাবে পূজা করার কারনে অনেক বৈচিত্র এসেছে পূজাতে। এছাড়াও সদর বাজারের পান মহলে এবারই প্রথম সকল ব্যাবসায়ী একত্রিত হয়ে পূজা করছেন। উপজেলার নগরকূল গ্রামের পন্ডিত সুব্রত চক্রবর্তী জানান,বিশ্বকর্মা পূজা হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়।তাঁকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুঃষষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপবেদ এর প্রকাশক। কথিত আছে, পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেন।