জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ৱওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
প্রধানমন্ত্রীর বিকেল পৌনে ৪টার দিকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শনিবার ফিনল্যান্ডে অবস্থান করে রোববার বিকেলে হেলসিঙ্কি থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
ওই দিন সন্ধ্যা ৬টায় তার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। করোনা সংক্রমণের হার কমায় দীর্ঘ দেড় বছর পর এই বিদেশ সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এদিকে প্রধানমন্ত্রীর সফর বিষয়ে গতকাল গণমাধ্যমে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাইট বৈঠকে বিশ্ব নেতাদের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে’ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।