সাভারের আশুলিয়ায় এক নারী
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী ভুক্তভোগী গৃহকর্মীকে উল্টো অপবাদ দিয়ে হাত বেঁধে বেদড়ক মারধর করে ও মাথার চুল কেটে নেরা করে দেয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় বাড়িওয়ালা দেলোয়ার হোসেন নামের ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে তার স্ত্রী লিপি বেগম।
বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেনকে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরআগে গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে যায় ভুক্তভোগী ওই গৃহকর্মী। একা পেয়ে তাকে ধর্ষণ করে দেলোয়ার।
বিষয়টি বাড়িওয়ালা স্ত্রী লিপি বেগমকে জানালে সে উল্টো গৃহকর্মী নারীকে বেঁধে বেদড়ক মারধর করে ও মাথার চুল কেটে নেরা করে দেয়। এমনকি হুমকি দিয়েও তাড়িয়ে দেয়। আশুলিয়া থানার এস আই ইউনুচ আলী জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। তবে ভুক্তভোগীকে মারধর করে তাড়িয়ে দেয় তারা। বিভিন্ন জায়গায় খোঁজ করে নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আশুলিয়া থানায় বাড়িওয়ালা দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগমসহ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন তিনি ।