মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, একজন বিতর্কিত নেতাকে মুজিববর্ষে আমন্ত্রন জানিয়ে মুজিববর্ষকে কলঙ্কিত করা হচ্ছে। এটা স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করে জাতিকে অপমান করার শামিল। এসময় তারা মোদির আমন্ত্রন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহŸান জানান। পরে বিশ্বের মুসলিমদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।