টংগী প্রেস ক্লাবের সভাপতি কে তুই তামারি করে কথিত আহ্বায়ক কমিটির গালিগালাজ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সাধারন সদস্যরা।
রবিবার টংগী প্রেস ক্লাবে একটি সাধারণ সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
জানা গেছে দৈনিক জনকন্ঠ টংগী প্রতিনিধি নুরুল ইসলাম বর্তমান সভাপতি কে তুই তামারি করে গালিগালাজ করতে থাকে।এতে অন্যান্য সদস্যরা বিব্রত বোধ করেন।
এসময় নুরুল ইসলাম বলেন সভাপতি ২৭ লক্ষ টাকা চাঁদাবাজি করেছেন। এজন্য আই শৃঙ্খলা বাহিনীকে তিনি বিষয়টি দেখার জন্য বলেছেন।
এছাড়া সভাপতি নতুন সদস্যদের নেওয়ার কারনেও গালিগালাজ করা হয়।
এছাড়া তিনি করোনা কালীন সময়ে সদস্যদের পাশে দাঁড়িয়ে ছিলেন । বিভিন্ন জায়গায় থেকে দান অনুদান এনে সদস্য দের মাঝে দিয়েছেন।এতে নাকি তিনি চাঁদাবাজি করেছেন।
এবিষয়ে একটি অনলাইন আইপি টিভি ঢালাও ভাবে খবর কি একপক্ষের হয়ে প্রচার করেন।এতে সভাপতি এম এ হায়দার সরকারের কোন বক্তব্য নেওয়া হয়নি।পরে ভাইরাল ভিডিও টি চ্যানেল ফোর এর সম্পাদক ডিলেট করে দেন।
এবিষয়ে বর্তমান সভাপতি এম এ হায়দার সরকার বলেন,আমাকে উদ্দেশ্য করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি বিব্রত।আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।