আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর বাড্ডায় ঘটে এ ঘটনাটি।
বাড্ডা রোডে চলাচলের সময় শওকত আলম সোহেল (ফ্রিল্যান্সিং সাংবাদিক) -র মোটরসাইকেলটির কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ মামলা দেওয়ায় মনের কষ্টে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন তিনি।জানা যায়, মোটরসাইকেলটির আগেও একটি মামলা দিয়েছিল পুলিশ।ইতিমধ্যে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে।
শওকত আলম সোহেল জানান, তার বাইকের কাগজপত্র নেয়া হয়েছিল তাকে মামালা দেওয়ার জন্য কিন্তু সে বিষয়টি সম্পূর্ণ অস্বিকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম।
ডিসি রবিউল ইসলাম জানান,তার বাইকের কাগজপত্র নেয়া হয়েছিল কিন্তু মামালা দেওয়া হয়নি তার আগেই তিনি আগুন লাগিয়ে দেন।
শওকত আলম সোহেল (ফ্রিল্যান্সিং সাংবাদিক) বর্তমানে বাড্ডা থানায় আছে বলেন জানান ডিসি রবিউল ইসলাম।
উক্ত বিষয়ে প্রত্যক্ষদর্শী মিরাদুল ইসলাম জানান,সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই তেল চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু পুলিশ চেয়ে চেয়ে দেখছে আমি নিজে আগুন নেভানোর চেষ্টা করলেও ঐ ব্যাক্তি আমাকে বাঁধা দেন আর চিৎকার করে বলতে থাকেন, “দে এবার মামলা দে”। সাংবাদিককে এভাবে মামলা দিয়ে এবং থানায় আটক করে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সংবাদমাধ্যম কর্মীরা।