ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বক্সার ভুট্টি জাতের সেই বামন গরু ‘রাণী’কে নিয়ে আলোচনার যেন শেষ ছিলোনা । গিনেস বুকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি পেতে যাওয়া ‘রানী’ কিছুদিন আগে মারা গেছে। বেঁচে থাকতেও ছিলো সেলিব্রিটি। মারা যাওয়ার রেষ শেষ না হতেই এবার মরে যাওয়া ‘রাণী’কে স্বীকৃতি দিলো গিনেস বুক কতৃপক্ষ।
সোমবার রাতে চারিগ্রাম এলাকার শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও মোঃ আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেল ৪টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কতৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি ।
আবু সুফিয়ান বলেন, ওদের (গিনেস বুক কতৃপক্ষ)র কাছে আমরা রানির পোস্ট মর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে ‘রাণী’কে বামন করেছিলাম কি না? কিন্তু এ ধরণের কোন কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগেই ওরা ‘রাণী’কে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে আজ।
তিনি আরও বলেন, ‘রাণী’ আমাদের সবার অনেক আদরের ছিলো। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডে যখন রানির নাম উঠতে আর কিছু দিন বাকী ছিলো তখন আমরা ওকে হারিয়েছি। তবে অবশেষে গিনেস বুক কতৃপক্ষ তাদের প্রসিডিউর অনুযায়ীই ‘রাণী’কে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন। আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত। তবে ‘রাণী’ বেঁচে থাকলে এই আনেন্দর মাত্রা কয়েক গুণ বেড়ে যেত এবং বেড়ে যেতো সেলিব্রিটি ও দর্শনার্থী ।