1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ব্যবসায়ী হয়রানী রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পুর্ণেন্দু দেব এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ব্যবসায়ী হয়রানী রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পুর্ণেন্দু দেব এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৪ বার

লালমনিরহাটে ব্যবসায়ী হয়রানীর স্বীকার। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও মামলার বিবরন সূএে জানা গেছে, লালমনিরহাট শহরের বিডিআর রোডস্ত বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যবসায়ী শরিফ মোঃআতাউল্লা সরকার প্রায় ২৫ বছর থেকে রেলওয়ের সমস্ত শর্ত্ব পূরন করে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কিন্ত হঠাৎ করে রেলওয়ের ওই বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব বিপুল অংকের উৎকোচের টাকার বিনিময়ে একই দাগের ঘ/১ ৩৯/৪০=৪০০ ফুট ও ঘ/২ ১৫×৫০=৭৫০ ফুট রেলওয়ের জায়গা অপর এক আবুল কাশেম নামের এক ব্যবসায়ীর নামে ১৮ বছরের লিজ দেখিয়ে এবং গত ১/৭/২০১৫ইং থেকে গত ৩০/৬/২০১৮ইং সালের ৬ হাজার ৩ শত টাকা এবং ঘ/২ ১৫×৫০=৭৫০ ফুট জমির বানিজ্যিক হিসেবে ব্যবহার বাবদ লাইসেন্স ফি ওই ব্যবসায়ীর নিকট গ্রহণ করা হয়েছে। যার রশিদ নং ২৯৩৩৪২। উক্ত জমি আবুল কাশেম ওই রেলওয়ের কর্মকর্তার সাথে যোগসাজস করে ৩০০ ফুটের জায়গায় কিভাবে ১৭০০ বর্গফুটের
লাইসেন্স (লিজ) ফি ২০০০সাল থেকে ২০১৮ ইং সাল পর্যন্ত হঠাৎ এককালীন মোট ১৮ বছরের জন্য লিজ বাবদ ফি গ্রহন করেছেন। বিষয়টি রহস্য জনক! একই জমি পূর্বের লিজ গ্রহণকারী শরিফ এর সাথে চিটিং বাজী ও প্রতারনার মাধ্যমে রেলওয়ের নীতিমালা ভঙ্গ করে আবুল কাশেম এর নামে হঠাৎ লিজ দেয়ার বিষয়টি লালমনিরহাট ব্যবসায়ী মহলে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী শরিফের কাগজপএ মূলে দেখা যায় তিনি বাংলাদেশ রেলওয়ের সমস্ত শত্ব পূরন করে প্রায় ২৫ বছর ধরে ওই লিজ কৃত জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছেন। অপরদিকে ব্যবসায়ী শরিফ ২৫ বছর থেকে রেলওয়ে কে নিয়মিত খাজনা দিয়ে আসলেও হয়রানীর যেন শেষ নেই। রেলওয়ের ওই কর্মকর্তা ও আবুল কাশেমের অবৈধ কার্মকান্ড জানতে পেয়ে ব্যবসায়ী শরিফ তার লিজ কৃত রেলওয়ের দেয়া সমস্ত ডকুমেন্টস দিয়ে গত ১২/৪/২০১৪ ইং তারিখ কথিত লিজ গ্রহীতা আবুল কাশেম কে বিবাদী করে ব্যবসায়ী শরিফ মোঃ আতাউল্লা সরকার বাদী হয়ে বিজ্ঞ যুগ্ন জেলা জজ ২য় লালমনিরহাটের আদালতে একটি মামলা দায়ের করেন। যার অন্য- ১৬/১৪ (২য়)। আদালত মামলাটি আমলে নিয়ে অস্হায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও রেলওয়ের ওই কর্মকর্তা পূর্ণেন্দু দেব অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে একের পর এক ব্যবসা- প্রতিষ্ঠান উচ্ছেদের নোটিশ জারি করে হয়রানী করে আসছেন। এদিকে বৈধ কাগজপএ মূলে লিজ গ্রহীতা লালমনিরহাট শহরের সুনামধন্য ব্যবসায়ী শরিফ তার সমস্ত ডকুমেন্টস এর কপি সাংবাদিকদের নিকট সরবরাহ করে তিনি বস্ত- নিষ্ট সংবাদ প্রচার ও হয়রানী থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ যে, অভিযোগ উঠেছে, রেলওয়ের ওই বিভাগীয় ভূ – সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব লালমনিরহাটে যোগদানের পর থেকে বিভিন্ন ব্যবসায়ী কে উচ্ছেদের নামে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। এ ব্যাপারে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম