প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো শ্রীনগর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুরে সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কলেজে বৃক্ষরোপণ পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সেক্রেটারি ও কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছারউল্লাহ সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস ও স্কুল কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।