রাজশাহীর বাঘায় সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যকিরণ বাংলাদেশ। উপজেলার সরেরহাট এতিমখানা ও বৃদ্ধাশ্রমে মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচির পালনের সার্বিক সহযোগীতায় ছিলো এটলাস স্টাডী কনসালটেন্ট এবং অ্যারিস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড বাংলাদেশ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে দুপুরে মধ্যাহ্নভোজ, বিকেলে এতিম শিশু ও বৃদ্ধদের খেলাধুলা-বিনোদন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটলাস স্টাডি কনসালটেন্ট রাজশাহী বিভাগের ব্যাবস্থাপনা পরিচালক ও অ্যারিস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড বাংলাদেশ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহম্মেদ তাসফিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকিরণ বাংলাদেশ এর উপদেষ্টা মোঃ সাহাবউদ্দীন সিহাব। এছাড়া উপস্থিত ছিলেন সূর্যকিরণ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাইখ তাসনীম জামাল ও সাধারণ সম্পাদক মোঃ তামিম আলী সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।