নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
জাতীর জনক বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উদযাপন ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য প্রজম্ম হোক সমতার সকল নারীর অধিকার ।গতকাল রবিবার সকাল ১০টায় বেশরকারী সংস্থা কোডেক আয়োজনে দিনের তাৎপর্য তুলে ধরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।কোডেক এর ভোকাল পার্সন মো: সাইফ উল্লার সভাপতিত্বে ও রাগিব আহসান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড: এম,ডি মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস ফারহানা আক্তার,কোডেকের জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান,উপসহকারী পরিচালক শেখ রেজওয়ান হোসেন।অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,মোসা: ইসরাত জাহান মো: জাকির হোসেন,শাফিয়া খানম,ফারহানা খাতুনসহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীবৃন্দ।সভায় বক্তারা বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিন নয়। বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, সকল প্রকার সহিংসতা, নারী এবং কণ্যা শিশু নির্যাতন বন্ধে সকলকে কাজ করার আহবান জানান বক্তারা।সভাশেষে এক মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করা হয়।