1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গ্রামীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কাগজের ফুল তৈরি করে এব্যবসায় সাফল্যর মুখ দেখছেন শফিকুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা

লালমনিরহাটে গ্রামীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কাগজের ফুল তৈরি করে এব্যবসায় সাফল্যর মুখ দেখছেন শফিকুল ইসলাম

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ বার

দুই যুগেরও বেশি সময় ধরে, গন্ধহীন কাগজের রংবেরং এর বিভিন্ন ফুল বানিয়ে সংসার চালিয়ে আসছেন লালমনিরহাটের শফিকুল ইসলাম। তার কাছে কগজের ফুল বানানো শিখে অনেকেই এখন স্বাবলম্বী। পৃষ্ঠপোষকতা পেলে বাচ্চাদের খেলনা আর ঘর সাজানোর এ উপকরণ, বেকারত্ব দূর করার পাশাপাশি বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লালমনিরহাট সদর উপজেলার নওদাবস ভোলার চওড়া গ্রামের শফিকুল ইসলাম।
আসন্ন দুর্গাপূজার মেলাকে সামনে রেখে এখন বড় লাইট ফুল, ছোট লাইট ফুল, আবার বড় পাখা ফুল, ছোট পাখা ফুল এমন অনেক ফুল তৈরীতে ব্যস্ত এখন শফিকুলের কারখানার কারিগররা।
কারখানাতো নামে মাত্র , মূলত শফিকুলের থাকার ঘড়েরেই সাদা কাগজকে কেটে বিভিন্ন আকার দেওয়ার জন্য রাখা ডাইসসহ ওই ফুল বানানোর নানা উপকরণ রাখা হয়েছে।
আর ফ্যাক্টরীর কার্যক্রম পরিচালনা হয় খোলা আকাশের নিচেই। কর্মচারীদের তালিকায় স্ত্রী, ২ ছেলে ছাড়াও প্রতিবেশী নারী ও পুরুষেরা।
সাদা কাগজে বাহারি রং লেপে বিশেষ কায়দায় তা কেটে দক্ষ হাতের নিপুন ছোঁয়ায় কয়েক স্তরের প্রক্রিয়া শেষে বাজারজাতকরণের উপযোগী হয়ে শোভা পায় গ্রামবাংলার বিভিন্ন মেলার দোকানে দোকানে। শুধু দুর্গা পুজার মেলাতে নয়। সারা বছর এ ফুলের যথেষ্ট চাহিদা আছে বলে দাবি শফিকুলের। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাজসজ্জা, সনাতন ধর্মাবলম্বীদে বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যাবহার রয়েছে গন্ধ ছাড়া হাতে তৈরি এ কাগুজে ফুলের।
সরকারী বেসরকারি পৃষ্ঠপোষক প্রত্যাশী এ উদ্যোগতার এই ব্যবসা ছিলো রাজধানী ঢাকায়, সেখানে কারখানা ভাড়া বৃদ্ধি ও নানা অভাবে এখন গ্রামেই পুরোদমে এই কাগুজে ফুল উৎপাদন হচ্ছে। স্থানিয় ও ঢাকার মহাজনদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে পুঁজি কম থাকায়।
শফিকুল স্বপ্ন দেখে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে স্থানিয় অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে তার এই কারখানায়।
আর শফিকুলের স্বপ্ন পুড়ন করে গ্রামীন এ সকল ঐতিহ্য টিকিয়ে রাখতে সহযোগীতা করবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম