আকাশ সমান স্বপ্ন নিয়ে শোবিজে প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন অসংখ্য তরুণ নির্মাতা। এ অঙ্গনে কাজের মাধ্যমেই নিজের অভিজ্ঞতার জানান দিতে হয়। তেমনি একজন সবুজ খান, যিনি একাধারে চলচ্চিত্র ও নাটক নির্মাতা।
চিত্রগ্রাহক পরিচয়ে ক্যারিয়ার শুরু করলেও কাজের মাধ্যমে নিজেকে একজন সফল পরিচালক হিসেবে ছাড়িয়ে যেতে চান সবুজ খান। বলেন, ‘পরিশ্রম কখনও বৃথা যায় না। এখন শুধু ভালো কাজের (নির্মাণ) মধ্যে দিয়ে সময় পার করতে চাই। কারণ একমাত্র কাজই নিজেকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে।’
২০১২ সালে ‘গণিকা এখন আমি’ নিয়ে টেলিভিশন নাটক নির্মাণ শুরু করেন সবুজ খান। এখন পর্যন্ত তিনি প্রায় ২৫টি নাটক পরিচালনা করেছেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রজকিনী চণ্ডীদাস’ খুব শিগগির বড় পর্দায় মুক্তি পাবে বলেও জানালেন তিনি।
সবুজ খানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গণিকা এখন আমি, কপাল, কালো মেক-আপ, অভিমানিনী, কমিউনিকেশন গ্যাপ, গল্প হলেও পারতো, গাঁয়ের মানুষ, যুদ্ধের শেষ অংশ, পারবো না ছাড়তে তোকে, গল্পের শেষ কোথায়, বিবাহিত বনাম অবিবাহিত, বকবক বক্কর, ভালোবাসা এই পথে গেছে।