1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত শত লিজ গ্রহীতা হয়রানী, কানুনগোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা

শত শত লিজ গ্রহীতা হয়রানী, কানুনগোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

লালমনিরহাটে রেলওয়ের বানিজ্যিক ও কৃষি জমি লিজ গ্রহীতা ১০ হাজার জনগন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ের বানিজ্যিক ও কৃষি জমি লিজ গ্রহীতার সংখ্যা রেলওয়ের পূর্বের হিসাব মতে, প্রায় ১০ হাজার জনগন এর মধ্যে শত শত লিজ গ্রহীতা হয়রানীর স্বীকার লালমনিরহাট রেলওয়ের কানুনগো আব্দুল কাদের এর বিরুদ্ধে অনিয়ম ও দুনীতির অভিযোগ পাওয়া গেছে। লালমনিরহাট শহরের বিডিআর রোডস্ত বসুন্ধরা আবাসিক এলাকার স্বনামধন্য ব্যবসায়ী নরসিংদী এন্টারপ্রাইজ এর মালিক শরিফ মোঃ আতাউল্লা সরকারের লিখিত অভিযোগে জানা যায়, লালমনিরহাট ষ্টেশন এলাকার খোদ্দসাপটানা মৌজার জেলা নম্বর ১৯, মাষ্টার প্লান প্লট নং-ঘ/৩৯,৪০ এ ২০×১৫=৩০০ বর্গফুট জমি জনৈক আবুল কাশেম এর নামে লাইসেন্স রয়েছে। কিন্তু ঘ ৩৯,৪০ এর পিছনে ঘ/১শরিফ নামে লাইসেন্সকৃত এবং গত ৩০/৬/১৮ইং পযন্ত খাজনা পরিশোধ করা হয়। যার ব্যাংক ড্রাফট রেলওয়ের ওই দপ্তরে জমা প্রদান করা হলেও একই দাগের ৩০০ ফুট জমির স্হলে আবুল কাশেম এর নামে ১৭০০ বর্গফুট লিজ গ্রহীতা দেখিয়ে কানুনগো আব্দুল কাদের ২০০০থেকে ২০১৮ ইং সাল পর্যন্ত হঠাৎ এককালীন (১৮ বছর) এর খাজনা গ্রহন করেন। যাহা বাংলাদেশ রেলওয়ের ভূমি নীতিমালা পরিপন্থী। অপর দিকে ২ বছর পর পর লাইসেন্স ফি পরিশোধ না করলে লাইসেন্স বাতিল বলে গন্য হয়। ওই কানুনগো কিভাবে এমন রহস্যজনক কাজ করলেন সেটাই এখন দেখার বিষয়! এছাড়া ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। যার মামলা নং অন্য ১৬/১৪। আদালত ওই জমির উপর স্হায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। কানুনগো আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অনিয়ম ও দুনীতির আশ্রয় নিয়ে জনৈক আবুল কাশেম এর কাছে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে একই জমি পূর্বের লিজ গ্রহীতা শরিফ কে উপেক্ষা করে ২ নামে লাইসেন্স দেয়ার ঘটনায় জনমনে নানা গুনজনের সৃষ্টি হয়েছে। লালমনিরহাট জেলায় প্রায় ১০ হাজার লিজ গ্রহীতা প্রতিবছর সরকার কে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিলেও কতিপয় দুনীতিবাজ রেলওয়ের কর্মকর্তার কারনে শত শত লিজ গ্রহীতা অহেতুক বিভিন্ন ভাবে হেনস্তা ও হয়রানীর স্বীকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য যে, ভোক্ত ভোগী ব্যবসায়ী শরিফ মোঃ আতাউল্লা সরকার গত ১৪/১০/২০২০ ইং তারিখ কানুনগো আব্দুল কাদের এর বিরুদ্ধে বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বরাবরে, তিনি হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক ভাবে অদ্যবধি কোন প্রতিকার না পাওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে ওই কানুনগো এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম