এক দিনের সকল প্রকার মুরগির বাচ্চার মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে গনমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন পোল্ট্রি ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আজ শনিবার নরসিংদী শিবপুর উপজেলার ইটাখোলা ঘাসিরদিয়া মুক্তিযুদ্ধা সুপার মার্কেটে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এক মতবিনিময় সভার আয়োজন করেন। নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের আয়োজনে প্রতিবাদ সভায় আলহাজ্ব মোঃ ওমর ফারুক মিয়ার সভাপতিত্বে ও আলহাজ্ব মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রান্তিক ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ীদের দূর্ভোগের চিএ তুলে ধরেন নরসিংদী জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক মিয়া তিনি বলেন, খামারী বাঁচলে বাঁচবে দেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ , দেশের পোল্ট্রি শিল্প এখন গুটি কয়েক হ্যাচারী মালিকের নিকট জিম্মি হয়ে পরেছে, তারা সিন্ডিকেট করে নিজেদের মনগড়া দাম নির্ধারণ করে এক দিনের মুরগির বাচ্চা ও খাদ্য বাজারজাত করায়, জেলার ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ীরা ধ্বংসের পথে, হাজার হাজার পোল্ট্রি ব্যবসায়ী ব্যাংকের ঋণে জর্জরিত। তাই সরকারের নিকট আমাদের ব্যবসায়ীদের জোর দাবী হ্যাচারী শিল্প ব্যবসায়ীদের জন্য একটি নিতীমালা গঠন করা হউক। ও ক্ষুদ্র প্রান্তীক পোল্ট্রি ব্যবসায়ীদের পর্যাপ্ত ব্যাংক ঋণ ব্যবস্থা করা এবং পূর্বের কিছু ঋণ মওকুফ করার জোরালো দাবী জানাচ্ছি এ সময় আরোও বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, পোল্ট্রি এসোসিয়েশনের সাবেক সভাপতি কাজল মিয়া নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ওসমান মিয়া ,নরসিংদী জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সুমন মিয়া, সদর থানা সভাপতি মোঃ মনির হোসেন , শিবপুর থানা সভাপতি মোঃ আজিজুর রহমান, পলাশ থানা সভাপতি সালাম সরকার , রায়পুরা থানা সাধারণ সম্পাদক হাবিবুল্লা, মনোহরদী সাধারণ সম্পাদক মনির হোসেন,মনোহরদী সভাপতি শেখ বেলায়েত হোসেন বুলুু ,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।