মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২। কর্মসূচীর মধ্যে ছিল গাউছুল আজম শাহ্সূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)”র সহোদর ভাগিনা হযরত মুফতি কলিম উল্লাহ শাহ্ (রঃ) ও হযরত রহিম উল্লাহ্ শাহ্ (রঃ) এর রওজা শরীফ, চিকদাইর আব্দুল আলী জামে মসজিদ, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা ও খতমে কোরআন, তাওয়ালাদ্দে গাউছিয়া শরীফ। পরে উম্মুল আশেকীন মা সৈয়দা মুনোয়ারা বেগম (রহ.)”র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর(শুক্রবার ) সকালে দিনব্যাপী পালিত কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকন ফারুকী। মিলাদ মাহফিলে পরিচালনা করেন চিকদাইর আব্দুল আলী জামে মসজিদের খতিব আল্লামা নুরুচ্ছাপা। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জানে আলম, সংগঠনের কর্মকতা জাগের হোসেন টিটু, আবুল হোসেন কালু, জাহাঈীর আলম, কোরবান আলী মিনকু,আলমগীর হোসেন খালেক,মঈনুদ্দিন মানিক,আকিব, সাকিব, রিফন,রমজানসহ অনেকেই।জুমার নামাজ শেষে আশেকানে গাউসুল আজম মাইজভান্ডারী, শাহানশাহ হক ভান্ডারী ও এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।শেষে মুসল্লীদর মাঝে তাবরুক বিতরণ করা হয়।