মাগুরায় জেলা সাংস্কৃতিক কমী ও গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করছেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী একে এম খালিদ এমপি।
১৭ অক্টোবর রবিবার সকালে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনয় ও আলোচনা সভা হয়।
মাগুরা জেলা প্রশাসক ডা.আশরাফুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ড, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ানসহ আরো অনেকে।
এ সময় মন্ত্রী মাগুরায় ৩৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক শিল্পকলা একাডেমী কমপ্লেক্স করার ঘোষণা দেন। পরে শহরের সৈয়দ আতর আলী গণগ্রণস্থাগার পরিদর্নশন ও সার্কিট হাউজে জেলার সুধিজন ও শিল্পী কলাকৌলিদের সাথে মতবিনিময় সভা করেন।