গতকাল ১৬ অক্টোবর দিনব্যপি ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান পরিচালনা করে কাওরানবাজারের বিটিএমসি ভবন, পেট্রোবাংলা, বাপেক্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ মেইিন রোডের ইন্টারনেট কালেকশন বিচ্ছিন্ন করে দেয়। রাতে পুনরায় ইন্টারনেট মালিক পক্ষের লোক জন লাইন সচল করার কাজে ব্যস্ত হয়ে পরে। কথা বলে জানাতে পরি তাদের সাথে সিটি করপোরেশনের মালিক পক্ষের লেনদেনের বিষয়টি আপোষ না হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইন্টারনেটের লাইন কাটা শুরু হয়। এর কিছক্ষন পর মালিক পক্ষের লোক জন ও সিটি করপোরেশনের সাথে রফাদফা হয়। এজন্য সিটি করপোরেশন থেকে নাকি তাদেরকে গ্রীন সিগন্যাল দেয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে টাকা দিলে লাইন চলবে যে কোনো উপায়ে হউক সেটা অবৈঊকিংবা বৈধ দায়িত্বে থাকাঢাকা উত্তর সিটি করপোরেশন এর ইন্জনিয়ার রফিকুল ইসলাম কে তার মুটো ফোনে বেশ কয়েবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। প্রতি মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন ইন্টারনেট মালিক পক্ষ থেকে বড় একটি এমাউন্ট হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে ইন্টারনেট মালিক পক্ষ থেকে।