বাড়ির পাশের অরক্ষিত পুকুরে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহস্পতিবার( ২১ অক্টোবর )বিকাল সাড়ে ৫ টার সময়।
ঘটনা টি ঘটেছে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভোমড়াঘাট বাজারে। জানা গেছে, আকবর আলীর মাস্টারের শিশু সন্তান রুহান(৫) রুহান দুই ভাইয়ের মধ্যে ছোট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, বিকালে পুকুর পাড়ে দুই ভাই এক সাথে বেড়ানোর সময় স্থানীয় আনিসুর রহমানের অরক্ষিত পুকুরে রুহান পড়ে যায়।পরে স্থানীয়রা রাণীশংকৈল ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক উদ্ধার অভিজান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল বলেন, শিশুটি খেলার সময় পুকুরে পড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে।তবে এবিষয়ে রুহানের বাবার কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝে দিয়েছি ।
বিশয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সহ এলাকাবাসীর আহাজারিতে এলাকাটি স্থব্ধ হয়ে গেছে। দলে দলে শিশুটি দেখতে শিশুটির বাসায় ভির করছে।
স্থানীয় একটি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম বলেন, এভবে অকালে শিশুটি চলে যাওয়া খুবি বেদনা দায়ক। আশা করছি প্রতিটি পরিবার তাদের সন্তানদের উপর নজর রাখবে। সেই সাথে বিপদজনক পুকুরগুলো নিয়ে সচেতন। হবে।