ময়মনসিংহে শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ
দেশের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন,দেশে গনতন্ত ফিরে না আসলে সংবাদপত্র ও গনমাধ্যম স্বাধীনতা ফিরে আসবে না। ডিজিটাল নিরাপত্তা আইন করে শুধু সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়নি সাধারণ মানুষের কথা বলার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি মুক্তি দাবি করেন ।
আজ শনিবার দুপুরে ময়মনিংহ শাপলা রিসোর্সেস ডেভলপমেন্ট সেন্টারে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইউব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিএফইউজের যুগ্ম মহাসচিব শফিউল আলম দোলন, মোঃ শহিদুল্লাহ মিয়াজী, কোষাধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর সভাপতি এম আইউব, সাধনার সম্পাদক আকরামুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা , সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক আনছার হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভ্ইয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে সাধারণ সম্পাদক আতিউর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন প্রমুখ#