চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১ তম সীরাতুন্নবী (সা.) মাহফিল লোহাগাড়ার চুনতি শাহ্ মনজিল সীরত ময়দানে শনিবার ( ২৩ অক্টোবর) ৬ ষ্ট দিবসের আলোচনায় বক্তারা বলেন, কনে পক্ষ থেকে দাবি করে যে খাবার খাওয়া হয়, সেটি জুলুমের খাবার। যেটাতে জুলুম দিয়ে শুরু হয়েছে; আপনার বংশের মধ্যে পবিত্রতা আসবে না। আজকে থেকে নিয়ত করেন জুলুমের খাবার খাবেন না, বিয়েতে গানবাজনা করবেন না, বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে পরপুরুষের সামনে উপস্থাপন করবেন না। আপনার স্ত্রীর মাধ্যমে আপনার বংশের সূচনা হবে। এইজন্য নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নেককার সন্তান চাওয়ার আগে শুরুটাই পবিত্র হতে হবে।
৬ ষ্ট দিনে ছদরে মাহফিলে ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুস সোবহান। কোরআন তেলাওয়াত করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র আতাউল হাকিম ছফওয়ান, চুনতি তাজভীজুল কুরআন হিফজখানার ও একাডেমির ছাত্র ফরহাদুল ইসলাম ফাহাদ। না’আতে রসূল ( সা.) পরিবেশন করেন মোহাম্মদ আবুল ফয়েজ, আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জহির উদ্দিন। এদিন আলোচনা অংশগ্রহণ করেন আমজাদিয়া রফিকুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কফিল উদদীন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল করিম।
এসময় উপস্থিত ছিলেন মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, আবু তাহের, মিয়া মোহাম্মদ গোলাম কবির, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক, কাজী আরিফ, মোহাম্মদ ইদ্রিস, মিনহাজ, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।