দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটের শাহ আমানতনামে একটি রো রো ফেরি গাড়ি আনলোড এর সময় উল্টে যায়। যার ফলে দৌলতিয়া প্রান্তেও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
আজ (২৭অক্টোবর) সকাল দশটায় এই দুর্ঘটনা ঘটে।আরিচা ফেরি স্টেশনের পরিদর্শক মুজিবুর রহমান জানান, পানির নিচ থেকে এখন পর্যন্ত পাঁচটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছে। শেষ গাড়ী ও যাত্রী উদ্ধার না হওয়া অবধি উৎদ্ধার তৎপরতা চলতে থাকবে।প্রত্যক্ষদর্শী
দৌলতদিয়া প্রান্ত থেকে রবিন নামে এক হকার জানান,তিনি ঐ ফেরীতে ছিলেন, ফেরীর নিচের দিকের একটি পার্ট ভেঙ্গে পানি প্রবেশ করতে থাকলে ফেরীটি এক দিকে হেলে যায় এবং দূর্ঘটনা ঘটে।
সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়,দৌলতদিয়া ফেরীঘাটের জিরো কিলো তবে থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাকোর দীর্ঘ সারি রয়েছে এবং প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে।
কাভার্ড ভ্যান চালক কুদ্দুস শ্যামল বাংলাকে জানান,” আমাদের দূর্ভোগ এই ঘাট এলাকায় সবসময়ই বেশি তারপর আবার শুনলাম ঐ পাশের ঘাটে একটি ফেরী উল্টে গেছে। এখন কবে বা কখন যে ফেরীতে উঠত পারব জানা নাই।”
বিআইডাব্লিউটিসি কর্মকর্তা নাসির খান জানান,পাটুরিয়া ফেরী ঘাটের ৫ নং ঘাট কখন সচল হবে তা ঠিক ভাবে বলা যাচ্ছে না।