নবীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,ডাঃ আল-আসিফ আবেদীন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, প্রভাষক অসীম কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা ইসলামি একাডেমির সুপার ভাইজার মোঃ সোলাইমান,নহরপুর মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুস সালাম,ইউএফপিও মনোরঞ্জন দাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের সহযোগীতায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে বিকল্প বাইপাস সড়ক নির্মান কাজের বাস্তবায়ন,ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা,জাতিধর্ম নির্বিশেষে সকলের সহযোগীতায় পুর্বের ন্যায় সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।