আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর কলেজ গেট থেকে এ প্রচার শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ”করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সতর্ক হোন, শ্লোগানকে সামনে রেখে এ জনসচেতনতামূলক প্রচার চালান হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীরের নেতৃত্বে ও শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুর সার্বিক সহযোগিতায় উপজেলার শ্রীনগর বাজার, ডাক বাংলা, চক বাজার, ছনবাড়ী চৌরাস্তাসহ বিভিন্ন হাট বাজার এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয় ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা মাহবুব আলম ডিউ, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা সোনা মিয়া, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা মো. রনি, ছাত্রীলীগের সাবেক নেতা ওহিদুজ্জামান সাজু, সজিব আহমেদ, প্রিন্স, তপন শেখ প্রমুখ।