1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুম হওয়া রাশেদের স্ত্রীও চলে গেলেন পরপারে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

গুম হওয়া রাশেদের স্ত্রীও চলে গেলেন পরপারে

পিতৃ-মাতৃহীন দুই সন্তানের সামনে অমাবস্যার অন্ধকার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার

গুম হওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রাশেদ এর স্ত্রী রুমা বেগম আর নেই। গতকাল মিরপুরে রোড এক্সিডেন্টে তিনি আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। রিমন ও রিফাতের জনমদুখিনী মা রুমা বেগমকে তার বাবার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গাবুয়া গ্রামে দাফন করা হয়েছে।এসময় পিতৃ-মাতৃহীন দুই সন্তানের আহাজারিতে মতলবের আকাশ ভারি হয়ে উঠে।
রাশেদ গুম হওয়ার পর থেকে তার স্ত্রী গুম খুনের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। গুম-খুন বিরোধী সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়ামে ডাক দিলেই উনি ছুটে আসতেন সবার আগে। কথা বলতেন গুম- খুনের বিরুদ্ধে। ২০১৩ সাল থেকেই রাশেদকে ফিরিয়ে পাওয়ার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। গতকালও এসেছিলেন আইন ও সালিশ কেন্দ্রের ডাকে গুম সংক্রান্ত একটি সভায় যোগ দিতে। সভা শেষ বাড়ি ফিরলেন লাশ হয়ে।

২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে গুম করা হয়। ডিবি, নতুবা র‌্যাব ধরে নিয়ে গুম করে বিরোধীদলের এসব নেতাকর্মীদের। পরে ক্রসফায়ারের গল্প সাজিয়ে অনেকের লাশও এখানে-সেখানে পাওয়ার খবর তৈরি করে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। যারা জীবন ও সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় খরচে নিয়োজিত; জনগনের ট্যাক্সে গড়া তহবিল থেকে বেতন নেন, তারাই ধরে নিয়ে গুম অথবা ক্রসফায়ারে হত্যার মহোৎসব শুরু করেন ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এই আইন শৃঙ্খলারক্ষাকরী বাহিনী যেন যমদূত হিসাবে হাজির হন।মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতেই রাষ্ট্রীয় বাহিনী গুলো ব্যবহৃত হচ্ছে ২০০৯ সাল থেকে।
এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৪ এপ্রিল ডিবি পরিচয়ে ধরে নিয়ে যায় ছাত্রদল নেতা মফিজুল ইসলাম রাশেদকে (৩২)। রাজধানীর মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনির ডায়মন্ড গার্মেন্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের বর্ণনা দিয়ে তখন খবরের কাগজ গুলোতে সংবাদ বের হয়েছিল। এতে বলা হয়েছিল যারা ধরে নিয়ে গেছেন, ওই ব্যক্তিদের পরনে ‘ডিবি’ লেখা জ্যাকেট ছিল। ‘কেন রাশেদকে তুলে নেয়া হচ্ছে’ – স্থানীয় কয়েকজন তখন প্রশ্ন করলে, তারাও নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরিচয়পত্রও দেখান একজন। এতে ভয়ে আর কেউ মুখ খুলেননি তখন। সবাই শুধু দেখেছেন ডিবি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে রাশেদুলকে।
ডিবির ভয়ে স্থানীয়দের কেউ এখনো আর প্রকাশ্যে মুখ খুলতে চান না।তবে তার স্ত্রী রুমা বেগম ছিলেন সোচ্চার।
রাশেদের স্ত্রী রুমা বেগম ওই সময় সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ৪ এপ্রিল রাত ৯টা বাজে তখন। মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনির ডায়মন্ড গার্মেন্টের সামনের রাস্তা ধরে বাসায় ফিরছিলেন রাশেদ। তখনই ডিবি পুলিশ পরিচয়ে ৫/৬ জন রাশেদকে একটি কালো রঙের নোয়াহ গাড়িতে তুলে নিয়ে যায়।
ডিবির হাতে গুম হওয়া ছাত্রদল নেতা রাশেদের বড় ভাই জাফর আহমেদও গণমাধ্যমকে জানিয়েছিলেন, দারুস সালাম থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর মেলেনি। ডিবি অফিসেও যোগাযোগ করা হয়েছিল। রাশেদকে তুলে নেয়ার কথা অস্বীকার করেছে ডিবি।

মানুষের সামনে থেকে ধরে নিয়ে যাওয়ার পর অস্বীকার করার প্রবণতা পুলিশ, র‌্যাব ও ডিবির কর্মকর্তাদের রয়েছে। অনেক ঘটনায়ই এমনটা দেখা গেছে। লোকজনের সামনে থেকেই ধরে নিয়ে গেছেন ডিবি অথবা র‌্যাব পরিচয় দিয়ে। এমনকি ইউনিফর্ম লাগানো অবস্থায়ও ধরে নিয়ে যাওয়ার পর অস্বীকারের ঘটনা কম নয়। কোনো ধরণের জবাবদিহিতা না থাকায় ফ্যাসিবাদকে সহায়তা করতেই তৎপর রাষ্ট্রীয় এই বাহিনী গুলো। রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে প্রতিপক্ষকে গুম-খুন করার ঘটনা নিত্যনৈমিত্তিক প্র্যাক্টিসে পরিণত হয়েছে। পরিবারের একজন গুম হলে এনিয়ে কথা বলার পর হুমকি-ধামকি দেয়ার অনেক খবর মিলেছে। কথা বললে পরিবারের অন্যদেরও মামলা, গ্রেফতার বা নির্যাতনের হুমকি দেয়া হয়। ফলে একজন গুম হলে পরিবারের অন্য সদস্যরাও ভয়ে একদম চুপ হয়ে যান।
কিন্তু রুমা বেগম ছিলেন প্রতিবাদে সোচ্চার। তিনি গুম খুনের বিরুদ্ধে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে যোগ দিয়ে এর প্রতিবাদ জানাতেন। কিছু দিন আগে তার ছোট ছেলে এমনি গুম-খুন বিরোধী একটি সমাবেশে যোগ দিয়ে তার পিতাকে গুমের প্রতিবাদ জানায়। শিশুটির মাস্কের ওপর লেখা ছিল “বাবাকে ফেরত চাই”।
জাতীয়তাবাদী হেল্প সেল নামে একটি সংগঠন গুম,খুন হওয়া পরিবার গুলোর সহায়তায় এগিয়ে আসে। একসময় ওই সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে অন্যদের মতো রুমা বেগমের সাথে আমার দেখা ও কথা হয়। অত্যন্ত সাহসী ও প্রতিবাদী ছিলেন। ফ্যাসিবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ স্বপ্ন দেখতেন তিনি। তাঁর স্বপ্ন পুরনের আগেই চলে গেলেন তিনি।
গুম- খুনের বিরুদ্ধে প্রতিবাদী রুমা বেগম চিরতরে থামিয়ে দেয়া হলো না সত্যি সত্যিই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। সত্যটা নিশ্চয়ই বের হয়ে আসবে। একদিন এ গুম-খুনেরও বিচার নিশ্চয় হবে বাংলার মাটিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম