“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”- এমন প্রতিপাদ্য নিয়ে
গাজীপুরের শ্রীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুকুনুজ্জামান পলাশ , শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন উর রশীদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরেআলম মোল্লা, উপজেলা তথ্য কর্মকর্তা মার্জিয়া শেখ প্রমুখ।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।