মূল সিন্ডিকেট হোতারা ধরা-ছোঁয়ার বাইরে-৪র্থ পর্ব
মূল সিন্ডিকেট হোতারা ধরা-ছোঁয়ার বাইরে। লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারীদলের ভাবমূর্তি নষ্ট করে ভারতীয় গরুর লাইনম্যানীর অন্তরালে কোটি কোটি টাকা হন্ডীর মাধ্যমে ভারতে পাচার এবং অবৈধ ভাবে ফেনসিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য ভারত থেকে পাচার করে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে বলে লিখিত অভিযোগে জানা গেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের দইখাওয়া ১৫ ব্যাটালিয়ন বিজিবির কোম্পানি কমান্ডার এর সাথে মাসিক মাশোয়ারার বিনিময়ে হুন্ডী মাইদুল ইসলাম গং ভারতী গরুর লাইনম্যানীর অন্তরালে মাদকদ্রব্য ও অবৈধ হুন্ডী ব্যবসা চালিয়ে আসছে। লিখিত অভিযোগের সূত্র মতে, ৯নং আর্দশ গোতামারী ইউনিয়নের দইখাওয়ার ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা চোরাচালানীর সিন্ডিকেট হোতা হুন্ডী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমান এ চিহ্নিত চক্রটি নিজে সরকারী দলের নেতা-কর্মী দাবী করে প্রভাব খাটিয়ে গরুর লাইনম্যানীর অজুহাতে কোনো কোনো সময় বিজিবির নজর ফাঁকি দিয়ে হুন্ডী ও চোরাচালান অব্যহত রাখছে। এ সিন্ডিকেট হোতারা এতটাই বেপরোয়া ও ভয়ংকর এলাকার লোকজন ভয়ে প্রতিবাদ করতে পারে না। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য প্রমানসহ লিখিত অভিযোগ প্রেরণ করা হলে ক্ষিপ্ত হয়ে লিখিত অভিযোগকারী আলম বাদশা, মিজানুর রহমান ও হারুনকে বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকী অব্যহত রেখেছে। ফলে রোববার ৭ নভেম্বর ২০২১ ইং তারিখ লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। যাহার কপি এ প্রতিবেদকের নিকট সরবরাহ করা হয়েছে। এদিকে দইখাওয়া বিজিবি ক্যাম্প ও এলাকাবাসী জানিয়েছেন গত বুধবার থেকে বিজিবি’র কমান্ডার ফরিদের নেতৃত্বে কঠোর টহল জোরদার করায় বর্তমান গরু ও মাদকদ্রব্য পাচার করার সুযোগ পাচ্ছে না। অপরদিকে অতিষ্ট এলাকাবাসী ওই মাদকদ্রব্য ও হুন্ডী সিন্ডিকেট হোতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জোর দাবী জানিয়েছেন।