দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেলেন নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি আল ফারুক সরকার।
কুটির শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কারটি অর্জন করেছেন নরসিংদীর সামসুন্নাহার টেক্সটাইল মিলস। এটি আর.আর.এস. টেক্সটাইল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বীকৃতি স্বরুপ রাষ্ট্র পতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আল ফারুক সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
পুরস্কার পেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়সহ সকলকে ধন্যবাদ জানান আল ফারুক সরকার। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তারই বহিঃপ্রকাশ এটি। তার সুযোগ্য কন্যা বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। আমাদের দেশের শিল্প খাতকে আরও টেকসই করতে প্রয়োজন সরকারী সহযোগিতা যা পেলে আমরা দেশের অর্থনিতীকে মজবুত করার চেস্টা করবো।ভবিষ্যতে সরকারি সহায়তা অব্যাহত থাকলে আমরা বেসরকারি খাতে দেশকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারব বলে দৃঢ বিশ্বাস।