গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই সালাউদ্দিন রাসেলের বিরুদ্ধে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে অভিযোগ পত্র জমা দেয়ার অভিযোগ উঠেছে।
৭ নভেম্বর রবিবার শ্রীপুরের ভাংনাহাটী গ্রামের মৃত আঃ হেকিমের সন্তান নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক আল আমিন পুলিশের সদর দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৫ জুলাই সন্ধায় শ্রীপুর চৌরাস্তায় মারামারির ভিডিও ধারন করতে গিয়ে হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন আল আমিন। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ২৭ জুলাইআল আমিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং – ৩৯। মামলার তদন্ত কারী কর্মকর্তা নিয়োজিত হন উপ পরিদর্শক সালাউদ্দিন রাসেল। তিনি মামলার দ্বায়িত্ব গ্রহনের পর থেকে আসামিদের প্রতি প্রভাবিত হয়ে মামলা পরিচালনা করে আসছিলেন, আসামিদের প্রকাশ্যে ঘুরাফেরা করার সংবাদ দিলেও কর্ণপাত করেনি। এবং এজাহার নামীয় ৩ নং আসামির নাম চার্জশীট থেকে বাদ দেয়ার জন্য মামলার বাদীকে অনৈতিক প্রস্তাব দেন। এবং বাদীকে না জানিয়ে আদালতে চার্জশিট জমা দেন। মামলার চার্জশিটে সর্বশেষ চিকিৎসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টের সাথে সমন্বয় না করেই আসামিদের যোগসাজশে শ্রীপুর থেকে ভুল রিপোর্ট নেন। যাতে মাথার আঘাতের কথা গোপন করা হয়েছে। অভিযোগ কারী আল-আমীন ইতিমধ্যে উক্ত মামলার চার্জশীটের উপর আদালতে নারাজীর আবেদন জানিয়েছেন।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এস আই সালাউদ্দিন রাসেল জানান, সাংবাদিক আল আমিন বাদী হয়ে একটি মামলা করেছেন। যে মামলার তদন্ত কর্মকর্তা আমি। তদন্ত রিপোর্টসহ সার্বিক বিষয় বাদীর মতো হয়নি বলে তিনি অভিযোগ দিতে পারেন। তবে এবিষয়ে উদ্বর্তন কেউ আমাকে অবহিত করেনি।