চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের আমিরবাগ জামে মসজিদের উদ্যোগে চল্লিশ দিনব্যাপী নামাজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৩২ জন শিশু-কিশোরদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে বাইসাইকেল ও ৪ জনকে সান্তনা পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমিরবাগ জামে মসজিদ মনিটর সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ও মসজিদ কমিটির অর্থ-সচিব লোকমান হোসেন তালুকদার, সাতকানিয়ার সাবেক মেয়র মাহমুদুর রহমান চৌধুরী, ডা. শামিম বক্স। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসমাঈল কতুবী।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিশু-কিশোরদের নামাজে অভ্যস্ত ও মসজিদমুখী করার লক্ষে ৪০ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।