মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ নভেম্বর বৃহস্পতিবার ১২ টি ইউনিয়নে মোটামুটি শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া মোট ১৩২ টি কেন্দ্রে অনেকটাই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সীমানা সংক্রান্ত জটিলতায় একটি মামলায় আদালতের নির্দেশে নির্বাচন কমিশন সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করেছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ টি ইউনিয়নের মোট ১৩২টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওলিউল ইসলাম জানান, ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ পুরুষ মেম্বার পদে ৩৮৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে স্থায়ীভাবে ১৭ জন আনসার ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে। এছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের একটি ভ্রাম্যমান টিম ও ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় নিয়োজিত ছিল। এছাড়া স্ট্রাইংকিং ফোর্স, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা গোটা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছেন । সদর উপজেলায় ১২ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৫৯৪ জন।
রাত সাড়ে ৭টা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ইউনিয়নের সম্পুর্ণ ফলাফল পাওয়া যায়নি, ভোট গননা চলছিলো।