1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনা রাধানগরে আনারস প্রতীক মজিব বিপুল ভোটে নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মেঘনা রাধানগরে আনারস প্রতীক মজিব বিপুল ভোটে নির্বাচিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৫২ বার

সারাদেশের স্হানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ১১ নভেম্বর সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ব্যালট পেপারের মার্ধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়ে । ভোট গ্রহনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রিজাইডিং অফিসার।

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মোট আটটি ইউনিয়নে ভোট গ্রহন অনুস্ঠিত হয়। মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে মোট জনসংখ্যা ২৩,৬৫৯ জন, পুরুষ ১১,৮৭৬ জন, নারী ১১,৭৮৩ জন। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৬,৯৬০ জন, এর মর্ধ্য পুরুষ ভোটার ৮৪৬৫ জন, নারী ভোটার ৮৪৯৫ জন। গত নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে ৪,৩০০ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, আব্দুল বাতেন,তার নিকটতম প্রতিদন্বী ২,৯০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও এবারের পরিস্থিতি আলাদা। নৌকা প্রতিক নিয়ে আবদুল বাতেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে ছিলেন তার পরিষদের মেম্বাররা।

ইউনিয়নের ১০ জন মেম্বারের মধ্যে ৯ জনের স্বাক্ষরিত অভিযোগপত্রটি কিছুদিন পূর্বে মঙ্গলবার উপজেলা নির্বাহী কমকর্তা বরাবর জমা দিয়েছিলেন রাধানগর ইউপি সদস্যরা ।

এসব অভিযোগের মধ্যে রয়েছে- মাসিক সভা না করা, প্রকল্পের কাজ বণ্টন না করে একজন মেম্বারকে দেয়া, এলজি এসপি-৩ প্রকল্পে অনিয়ম, বিজিএফ কার্ড লুটপাট, চল্লিশ দিনের কর্মসূচিতে শতকরা ১৫ টাকা ঘুষ দাবি।

এ ব্যাপারে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন বলেছিলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ব্যবস্থা নেওয়াও হয়েছিল। সব মিলিয়ে এবার সাবেক চেয়ারম্যান আবদুল বাতেন নৌকা প্রতিক পেলেও তার বিরুদ্ধে ইউনিয়ন বাসী ফুঁসে ওঠে সাবেক মেঘনা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান মজিবকেই আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচন করার শপথের অংশ হিসেবে ১১নভেম্বর রাধানগর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রই ঝুঁকি পূর্ণ হওয়ায়, যাতে কোনো ধরনের বিশৃংখলা তৈরি করতে না পারে। সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃস্টি আকর্ষণে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার মর্ধ্য দিয়ে নির্বাচন অনুস্ঠিত হয় ।

আনারস মার্কার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, মানবিক জন দরদী ও জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যেও তিনি ছিলেন শীর্ষে ।

ইতিমধ্যে তিনি তাহার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় এলাকাবাসীরা জানান, মজিবুর রহমান মুজিব একজন সৎ, আদর্শবান মানুষ। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন তাই আমরা এবার জোট বেধে তাকে বিজয়ী করেছি ।

এলাকাবাসী আরও বলেন,সারাবিশ্বে যখন করোনা ভাইরাস ও লকডাউনে সাধারণ মানুষ ঘরবন্দী ছিলো, ঠিক সেই মুহূর্তে ঘরবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলো এ মানবিক মানুষটি মজিবুর রহমান মজিব।

তিনি এলাকাবাসীর ভাগ্যউন্নয়নে প্রতিনয়ত কাজ করে যাচ্ছেন। এলাকায় সমাজসেবা মূলক ও উন্নয়ন মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত।

তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সবসময় ছুটে যায়।
তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

সরেজমিনে গিয়ে দেখাযায়, ইউনিয়নের ভোটাররা এ প্রতিবেদককে বলেন, সকল বিপদে আপদে আমাদের পাশে এগিয়ে আসেন মজিবর। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।

তাই রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মজিবুর রহমান মজিবকে চেয়ারম্যান হিসেবে ব্যালটের মার্ধ্যমে ৫৩৩৮ ভোট দিয়ে আমটা বিজয়ী করেছি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক ২৬০০ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মজিব বলেন, আমার জীবন শুরু সাধারণ মানুষের সেবা দিয়ে। আমি অতিতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যৎও থাকবো। দলমত নির্বিশেষে আমাকে যদি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়নের সকল রাস্তা-ঘাট সহ সাধারণ মানুষের ভাগ্যেউন্নয়নে পরিবর্তন ঘটাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও অব্যাহত থাকবে। এই ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল হিসেবে রূপান্তর করবো ইনশা-আল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম