মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে (১৭ মার্চ) সকালে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এএসপি (সার্কেল) সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ্ আল মাহফুজ, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জণ চাকমা, ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. নুরুজ্জামান হাওলাদার, আরিফ হোসেন, সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।