গাজীপুরের শ্রীপুর পৌর শহরসহ গোটা উপজেলায় যানজট নিরসন কল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলা ক্ষনিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম প্রধান,শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, পৌরসভার সচিব সরকার দলিল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আরজু সরকার, শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন রতন প্রমুখ
এসময় উপস্থিত বক্তারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের পরামর্শ দিয়েছেন।
এগুলো হচ্ছে, উপজেলা শহরে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাক লোড আনলোড সম্পন্ন করতে হবে। বিশেষ সিপটিংয়ের ভিত্তিতে লেবারদের দ্বারা এই লোড আনলোড সম্পন্ন হবে বলে উল্লেখ করা হয়। উপজেলা শহরের যানজট নিরসন কল্পে পৌর এলাকার ১০টি পয়েন্টে অটোবাইক ষ্ট্যান্ড থাকবে। এই সমস্ত ষ্ট্যান্ডে বাইরের অটোবাইকগুলো থামবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার মাওনা চৌরাস্তা ফ্লাইওভার আশপাশের বাস দাঁড় করিয়ে রাখা যাবেনা। এছাড়াও কোনক্রমেই রাস্তার উপর বাস দাঁড় করানো যাবে না। সড়কের উপর যানবাহন দাঁড়ানো বন্ধ করাসহ রিক্সা ষ্ট্যান্ড, ট্রাক টার্মিনাল নির্মাণের উপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে অটোরিকশা সড়কে কাঁচামাল বিক্রি ও দোকানের মালামাল সড়কে রাখলে মামলা/জরিমানার সিদ্ধান্ত গ্রহন করা হয়।