দীর্ঘদিনের প্রত্যাশিত ডিইপিজেড এর পোশাক শ্রমিকদের দাবীর সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৮ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ডি,ই,ইপিজেড এর পকেট গেটের উদ্বোধন করলেন বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বেপজা কতৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় গার্মেন্টস শ্রমিকরা বলেন, আমরা অনেক দিন যাবৎ ভাদাইল থেকে রপ্তানি যেতে একটি মাত্র রাস্তা দিয়ে চলাচল করেছি এতে আমাদের প্রচুর পরিমানে কষ্ট করে অফিসে যাতায়াত করতে হতো, এখন বিকল্প রাস্তা হিসেবে পকেট গেট খুলে দেওয়ায় অন্তত স্বস্তিতে নিশ্বাস ফেলতে পারবো,এসময় ভাদাইলবাসী বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ভাদাইলবাসী নতুন গেট পাওয়ায় খুবই উপকৃত হয়েছি, তাই ভাদাইলবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।